ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৬:০৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সের আদালতে সৌদি রাজকুমারী দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্যারিসে সৌদি রাজপরিবারের অ্যাপার্টমেন্টে ছবি তোলার জন্য এক কর্মীকে আটক ও মারধর করতে নিজের দেহরক্ষীকে নির্দেশ দেয়ার অভিযোগে সৌদি আরবের বাদশাহ সালমানের একমাত্র মেয়েকে দোষী সাব্যস্ত করেছে ফ্রান্সের আদালত।তাকে ১০ মাসের স্থগিত কারাদণ্ড এবং ১০ হাজার ইউরো অর্থদণ্ড দেয়া হয়েছে।

আইনজীবীদের অভিযোগ, রাজকন্যা হাসা বিনতে সালমান প্যারিসে এক বাথরুম মেরামতকারীকে তার ছবি তুলতে দেখে খেপে যান। সৌদি বাদশার মেয়ে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বড় সৎ বোন হিসেবে তার ক্ষতি করার জন্য এ ছবি ব্যবহৃত হতে পারে বলে হাসার ভয় ছিল।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসের এ ঘটনার পরই হাসা ফ্রান্স ছেড়ে চলে যান। তিনি বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। তার দেহরক্ষী রানি সাইদার বিরুদ্ধে সহিংসতা, আটকে রাখা ও চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে।

-জেডসি