ঢাকা, মঙ্গলবার ১৯, মার্চ ২০২৪ ১৫:২৫:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খুলনায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা মীমের বিষয়ে যে আশ্বাস দিলেন জবি উপাচার্য হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫০ টাকা ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০ রোহিঙ্গাদের জন্য ইউএনডিপিকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো শিশুসহ ৪ জনের মৃত্যু

মেট্রোরেল পুলিশ ইউনিট গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী।

ডিএমপির সদ্যবিদায়ী কমিশনার ও জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে নতুন এই ইউনিট গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিশ্বজুড়ে মেট্রোরেলের জন্য আলাদা নিরাপত্তা ইউনিট রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের নিরাপত্তায় বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠন করতে হবে।

সভায় মেট্রোরেলের অগ্রগতি বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমএএন সিদ্দিক। সেখানে দেখানো হয়, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৩০ দশমিক ০৫ শতাংশ। সভায় জানানো হয়েছে- মেট্রোরেলের নির্মাণ কাজ কর্মপরিকল্পনা অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান; সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেজেন্টেশনে বলা হয়, প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরা-আগারগাঁও পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ৪৬.০০ শতাংশ। এছাড়া,২য় পর্যায়ে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ২৩.৫০ শতাংশ ও ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সিস্টেম আর রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ১৯.৮৭ শতাংশ।

২০১২ সালে এমআরটি-৬ বা মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হলে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ উদ্যোগে সংশোধিত পরিকল্পনা নেয়া হয়। গত বছরের এপ্রিলে প্রথম স্প্যান বসানো হয় মেট্রোরেল প্রকল্পের। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে দুইটি পিলারকে যুক্ত করে এই স্প্যান বসানো হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ণে কাজ করছে ঢাকা মাসট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প হিসেবে উত্তরা-মতিঝিল পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে প্রায় ২০.১ কিলোমিটার। আর পুরো প্রকল্পের কাজটি হচ্ছে- ৮টি প্যাকেজ ও দুইটি ধাপে। প্রথম ধাপে উত্তরা-আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার ও দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত ৮.৩৭ কিলোমিটার রুট তৈরি করা হবে।

-জেডসি