ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১০:০৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

হেমন্ত দেয় দোলা

ইমরান পরশ | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

জোনাক জ্বলা নদীর বুকে চাঁদ দিয়েছে উঁকি
রোদের সাথে ভাব জমিয়ে খেলছে যে টুকটুকি।


ঢেকি ছাঁটা চালের পিঠে চালকুমড়ার বড়া।
মন-জোছনায় খুশির ঝরনা স্বপ্নে নড়াচড়া।


চোখ ঘুমঘুম ঢুলু ঢুলু আলতা রাঙা পা-ও
নরম রোদে নাচন তোলে খুকুর সারা গাও।


রোদ ঝুরঝুর মেঘের বাড়ি বিন্নী ধানের খই
আদুল -আদুল পাতিহাঁসের একটানা হইচই।


নরম নরম রোদের খেলা নদীতে পাল তোলা
মন পবনে হেমন্ত দেয় দোলা।