ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ২২:৩৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে আজ শুরু উইম্যান এসএমই এক্সপো হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি

অস্ট্রেলিয়ায় ফের বন্ধ করে দেয়া হলো সমুদ্র সৈকত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এবং গরমের তীব্রতার কারণে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত। কিন্তু স্বাস্থ্যবিধি না মানার কারণে সিডনির সৈকতগুলো পুনরায় বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। খবর এবিসি নিউজের।

এর আগে করোনাভাইরাস সংক্রমণে অস্ট্রেলিয়ার পর্যটকদের জন্য জনপ্রিয় বন্ডি ও সাবারবস সৈকত মার্চ ও এপ্রিল দুই মাস বন্ধ করে দেয়া হয়। তবে এরপর করোনা সংক্রমণ কমে গেলে কড়া স্বাস্থ্যবিধি জারি করে সৈকত খুলে দেয়া হয়।

সিডনির আশেপাশে করোনাভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় এবং সম্প্রতি রুবি প্রিন্সেস ক্রুজ শিপ সংকটের পর এমন সিদ্ধান্ত নিলো স্থানীয় প্রশাসন।

দেশটিতে গরমের তীব্রতার কারণে এবং গরম আবহাওয়ার কারণে গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে ভিড় করেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা। এসময়টি তারা সমুদ্রের পানি-বালিতে নিজেদের শরীর এলিয়ে দেন। তবে এবার তাদের সেই সাধে বাধ সেধেছে করোনা।

ওয়েভারলি মেয়র পাওলো মাসেলোস জানান, মহামারির কারণে এবার একটি ভিন্ন গ্রীষ্ম পার করতে হচ্ছে। যে বিষয়গুলো জরুরি সেগুলোকে আলাদা হিসেবেই দেখতে হবে।

তিনি বলেন, অবশ্যই সমুদ্র সৈকত বন্ধ হোক তা আমি চাই না। কিন্তু জনগণ যদি সঠিক কাজটি না করে এবং সৈকত ভিড়ে ঠাসা হয়ে যায় তাহলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে। কারণ আমরা চাই না মার্চের মতো অবস্থা আবার তৈরি হোক।

সুদারল্যান্ড শায়ার কাউন্সিলের (এসসিসি) মেয়র কারমেলো পেসেস বলেন, ‘আমরা যদি লোকজনকে পরিচালনা ও শিক্ষিত করতে পারি এবং এনএসডাব্লিউ পুলিশের সহায়তায় তারা এগিয়ে আসে। তবে আমি মনে করি আমরা এটি পরিচালনা করতে সক্ষম হব। তবে আমাদের যদি বন্ধ করতে হয় করব।

দেশটির উত্তরাঞ্চলের সৈকতগুলোও বন্ধ করে দেয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কারণ প্রতিদিন সৈকতে প্রচুর ভিড় হচ্ছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

-জেডসি