ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২০:৫১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

‘নজিরবিহীন’ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ১২ রাজ্যে প্রায় তিন সপ্তাহের দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩  জন। নিখোঁজ রয়েছে আরও অনেকে। আগুনের হাত থেকে বাঁচতে ঘর ছাড়ছেন লাখ লাখ মানুষ।

দাবানলের কারণে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বেশ কয়েকটি শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। দাবানলে ক্যালিফোর্নিয়ায় পুড়ে গেছে সেখানকার ৪৪ লাখ একর জমি। অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে বড় ও দীর্ঘ দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনীর কর্মীরা।

জানা গেছে, দাবানলের সৃষ্ট ধোঁয়ার কারণে ঢেকে আছে দেশটির উত্তরাঞ্চলের বিশাল এলাকা। ফলে সর্ম্পূণ আকাশ লাল-কমলা বর্ণ ধারণ করে সৃষ্টি করেছে এক রহস্যময় পরিবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভয়ঙ্কর সুন্দর’ এ পরিবেশের ছবি শেয়ার করেছেন বহু মানুষ। কেউ কেউ এ দৃশ্যকে মঙ্গলগ্রহের সঙ্গে তুলনা করছেন, কেউ বলছেন ‘ব্লেড রানার ২০৪৯’ মুভির মতো, কেউ আবার ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের সঙ্গে তুলনা করেছেন।

দেখতে সুন্দর হলেও এমন আবহাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। বেশ কিছু এলাকায় ধোঁয়ার কারণে সৃষ্ট দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া, ইদাহো, নেভাডা, অ্যারিজোনা, উটাহের বেশিরভাগ এলাকা গুরুতর আবহাওয়া ঝুঁকিতে রয়েছে।

শুষ্ক আবহাওয়া সত্ত্বেও ক্যালিফোর্নিয়াতে নজিরবিহীন গতিতে ছড়াচ্ছে দাবানলের আগুন।তবে চলতি সপ্তাহের দাবানলে সবচেয়ে বেশি ভুগছে ওরেগন। গত তিন দশকের মধ্যে সেখানে এমন বিপদ আর দেখা যায়নি। ইতোমধ্যেই দাবানলের আগুন হানা দিয়েছে অঙ্গরাজ্যটির অন্তত পাঁচটি শহরে। ফলে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন স্থানীয় মানুষজন।

ওরিগনের জরুরি ব্যবস্থাপনা দপ্তর (ওইএম) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল পর্যন্ত রাজ্যে ৩৪টি বড় আকারের দাবানল সক্রিয় ছিল। এখন পর্যন্ত মৃতদের সিংহভাগই ওরিগনের বাসিন্দা। রাজ্যের একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

তিন সপ্তাহ ধরে ভয়াবহ দাবানল আরও তীব্রতর হয়ে ছড়িয়ে পড়ছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, পুড়েছে মিলিয়ন একর এলাকা। আগুনের তীব্রতায় লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।সূত্র: দ্য গার্ডিয়ান

-জেডসি