ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২০:৪২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

প্রাণঘাতী করোনাভাইরাস নেই যে ৪২ দেশে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে প্রায় দুই মাস আগে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন বিশ্বের বিভিন্ন দেশে দাপিয়ে বেড়াচ্ছে। এ পর্যন্ত বিশ্বের ১৮৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই  ভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ইতালিতেই মারা গেছে ৭৯৩ জনের। এছাড়া, ৩২ হাজার ২৮ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। অপরদিকে, ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭ হাজার ৬২৫ জন।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, এখনো অন্তত ৪২টি দেশ করোনা থেকে মুক্ত রয়েছে। এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত।

করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো;
১. মিয়ানমার।
২. বুরুন্ডি।
৩. বতসোয়ানা।
৪. বেলিজ।
৫. কেপভার্দে।
৬. কোট ডি’আইভায়ার।
৭. শাদ।
৮. কমোরোস।
৯. ডোমিনিকা।
১০. ইরিত্রিয়া।
১১. গ্রেনাডা।
১২. গিনি বিসাউ।
১৩. হাইতি।
১৪. হোলি সি।
১৫. কিরিবাতি।
১৬. লাওস।
১৭. লেসোথ।
১৮. লিবিয়া।
১৯. মাদাগাস্কার।
২০. মালাউই।
২১. মালি।
২২. মার্শাল দ্বীপপুঞ্জ।
২৩. মাইক্রোনেশিয়া।
২৪. মোজাম্বিক।
২৫. নাউরু।
২৬. নাইজার।
২৭. উত্তর কোরিয়া।
২৮. পালাউ।
২৯. পাপুয়ানিউগিনি।
৩০. সেন্ট ভিনসেন্ট।
৩১. গ্রেনাডাইন্স।
৩২. সাও টম অ্যান্ড প্রিন্সিপি।
৩৩. সিয়েরালিওন।
৩৪. সলোমন দ্বীপপুঞ্জ।
৩৫. দক্ষিণ সুদান।
৩৬. সিরিয়া।
৩৭. তাজিকিস্তান।
৩৮. পূর্ব তিমুর।
৩৯. টোঙ্গা।
৪০. তুর্কমিনিয়া।
৪১. টুভালু।
৪২. ইয়েমেন।

-জেডসি