ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ২১:৪২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

বিশ্বব্যাপী করোনায় প্রাণ হারালো ১৩ হাজার ৫০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ১৮৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ইতালিতেই মারা গেছে ৭৯৩ জনের। এছাড়া, ৩২ হাজার ২৮ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। অপরদিকে, ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭ হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘন্টায় মৃত্যুতে ইতালির পরই রয়েছে স্পেন। সেখানে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৩৭৮ জন। এছাড়া জার্মানিতে মৃত্যু হয়েছে ৮৪ জনের। ইরানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২৩ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৫৫৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জন। দেশটিতে মোট আক্রান্ত ২৬ হাজার ৬৮৪ এবং নিহত ৩৪০ জন। এই তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

এই ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৪ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। তবে এখন চীনে এই হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গত তিনদিনে দেশটিতে করোনাভাইরাসে নতুন করে কেউই আক্রান্ত হয়নি তবে চতুর্থদিন শনিবার হুবেই প্রদেশে একজন আক্রান্ত হয়েছেন। দেশটি জানিয়েছে, শনিবার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে তবে তাদের মধ্যে ৪৫ জন অন্য দেশ থেকে প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নিহত হয়েছেন ৬ জন। চীনের বাইরে ইতালিতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৮২৫ জনের।

এদিকে উন্নত দেশের ডাক্তার গবেষকরা কাজ করে যাচ্ছেন এ ভাইরাসের ভ্যাকসিন তথা প্রতিষেধক তৈরিতে। চীন, আমেরিকা ও জাপানের ডাক্তাররা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেনও। আর করোনার ভ্যাকসিন তৈরিতে এবার কাজ করে যাচ্ছে রাশিয়া।

-জেডসি