ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৮:৪৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ৯৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৬৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে, এ সময়ে ৭৭১ জন মারা গেছেন এবং এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৩৫ জন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সারা দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন সুস্থ হয়েছেন আর বর্তমানে ৫ লাখ ৭৯ হাজার ৩৫৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারত নমুনা পরীক্ষার ওপর বেশ জোর দিচ্ছে। রবিবার পর্যন্ত মোট ২০ কোটি ২ লাখ ২ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র রবিবারই ৩ লাখ ৮১ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন দেশটিতে দৈনিক ৫০ হাজারের বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশ ইউনিটের সভাপতি স্বতন্ত্র দেব সিংহ রয়েছেন।