ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৪:৪০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

ভিয়েতনামে বন্যা-ভূমিধসে ১১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বন্যা ও ভূমিধসে মারা গেছে শতাধিক মানুষ। নিখোঁজ রয়েছে অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার বাড়িঘর। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। আবহাওয়া আরো খারাপ হতে পারে বলে শতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে, পানি বন্দী শত শত হাজার হাজার মানুষের জরুরী ভিত্তিতে সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)।

এক সপ্তাহের বেশী, ভিয়েতমানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্যা এবং ভূমিধসে দেশটিতে এ পর্যন্ত মারা গেছে অন্তত ১১১ জন, নিখোঁজ রয়েছে ২২ জনের বেশী। সামনের দিনগুলোতে বন্যা পরিস্থিতি খারাপের আশঙ্কা করা হচ্ছে।

ভিয়েতনামে রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট  বলেন, এই বিধ্বংসী বন্যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যাম ভিএনএ’র খবরে বলা হয়েছে, ৭ হাজার ২০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্থ হয়েছে।  ৬৯১ হাজার গৃহপালিত পশু এবং পল্ট্রি মারা গেছে অথবা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি প্রদেশের ১৬টি মহাসড়ক এবং ১৬১ হাজারের বেশী স্থানীয় সড়ক।

অক্টোবর ভিয়েতনামে বর্ষা মৌসুম। চলতি মাসের শরুতে, ঝড়র ও ভারী বৃষ্টির কারণে দেশটির কেন্দ্রীয় শহর ও প্রদেশে বন্যা দেখা দেয়। অক্টোবরের মাঝামাঝিতে বন্যার কবলে পড়ে ছয়টি প্রদেশের ২৫০ হাজের বেশি মানুষ, ২ থেকে ৩ মিটার পানিতে তলিয়ে রয়েছে অনেক এলাকা।

ভিএনএ’র খবরে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে ভূমিধসে একটি সামরিক ঘাটিতে থাকা নিখোঁজ ২২ সেনা সদস্যর মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, পানি বন্দী শত শত হাজার হাজার মানুষের জরুরীভাবে আশ্রয়, নিরাপদ খাবার পানি, খাদ্য এবং অর্থনৈতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি–আইএফআরসি।

-জেডসি