ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১০:২৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল

লাইভ সাক্ষাৎকারে ভূমিকম্প, হতভম্ব আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সংবাদমাধ্যমকে লাইভ সাক্ষাৎকার দেয়ার সময় আকস্মিক ভূমিকম্পের মুখে পড়লেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন ইয়াকবসডটির।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারের সময় এই ঘটনা ঘটে। কথা বলার সময় তার ভবন কেঁপে উঠলে শুরুতে ভয় পেয়ে যান প্রধানমন্ত্রী। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে প্রশ্নের উত্তর দেন।

করোনাভাইরাস পর্যটন খাতে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে আলোচনার সময় ভূমিকম্প শুরু হলে ভয়ে ক্যাটরিনের চোখ ছানাবড়া হয়ে যায়। আতঙ্কে তিনি বলে ওঠেন, ‘ওহ মাই গড, ভূমিকম্প হচ্ছে।’ একটু এদিক-সেদিক তাকিয়ে বলেন, ‘দুঃখিত, এখন ভূমিকম্প হলো, ওহ।’ ভয় সামলে এর পর হাসতে হাসতে বলেন, ‘এটিই তো আইসল্যান্ড। সম্পূর্ণ ঠিক আছি। বাড়ি এখনও মজবুত, তাই চিন্তার কিছু নেই।’

৪৪ বছর বয়সী ক্যাটরিন ২০১৭ সাল থেকে আইসল্যান্ডের দায়িত্বে আছেন। মঙ্গলবার দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর আশপাশের কিছু অঞ্চলে অল্প ক্ষতি হয়েছে।

-জেডসি