ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৮:৪৪:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন সাত গুণীজন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

শিল্প সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য লোকসঙ্গীত শিল্পী  মিনা  বড়ুয়া ও নৃত্যশিল্পী শুক্লা সরকারসহ সাত গুণীজন পাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৮’। কাল বৃহস্পতিবার জাকজমক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ গুণীদের হাতে এ পদক তুলে দেবেন।

মঙ্গলবার জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ তথ্য জানান।

পদক প্রাপ্ত অন্যান্যরা হলেন- কণ্ঠসঙ্গীতে-গৌর গোপাল হালদার,যন্ত্রসঙ্গীতে-সুনীল চন্দ্র দাস ,নাট্যকলায়- ম.হামিদ,  চারুকলা-অলকেশ ঘোষ, আবৃত্তি-জয়ন্ত চট্টোপাধ্যায়।

লিয়াকত আলী লাকী বলেন, ১৮ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড.মো:আবু হেনা মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আলোচনা ও পদক প্রদান শেষে একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।
পদক প্রদানের জন্য তালিকাভূক্ত ক্ষেত্র ১০টি: কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি।
নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক,১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হবে।