ঢাকা, বুধবার ২৯, নভেম্বর ২০২৩ ১২:১৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে করোনায় আরও ১৯৯ জনের মৃত্যু ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপের নিচে ৩৭ দিন বেঁচে ছিল যে শিশুটি বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

বাংলা একাডেমি পরিচালিত সাত সাহিত্য পুরস্কার ঘোষণা 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা একাডেমি পরিচালিত সাত সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণীজনকে এ পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন, নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ, ডা. এবিএম আবদুল্লাহ, ড. অনুপম সেন, ওমর কায়সার এবং আবদুল গাফফার।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

আগামী ২৫ নভেম্বর শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার।‘আবু রুশদ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ। 

‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন ডা. এবিএম আবদুল্লাহ। ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন ড. অনুপম সেন। 

‘সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি ওমর কায়সার। ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন আবদুল গাফফার। বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান শীর্ষক গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।