ঢাকা, শনিবার ২৬, অক্টোবর ২০২৪ ৭:৫৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঘূর্ণিঝড় ‘দানা’: ঝুঁকি কেটেছে বাংলাদেশের কমেছে সবজির দাম, মাছ-মুরগির বাজার চড়া গাজায় প্রাণহানি ছাড়াল ৪২ হাজার ৮০০ বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু চলতি মাসে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা ঘূর্ণিঝড় দানার তেমন প্রভাব পড়েনি সাতক্ষীরায়

বাজেট ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন আনছে মটোরোলা

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৬ জুলাই ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেনেভোর মালিকানাধীন মটোরোলা বাজেট ফেন্ডলি নতুন ৫জি স্মার্টফোন আনছে। যার মডেল মটো জি৮৫ ৫জি। এই লঞ্চ হতে এখনও এক সপ্তাহ বাকি থাকলেও, ইন্টারনেট ফাঁস হয়েছে ফোনের ফিচার্স। দারুণ ক্যামেরার পাশাপাশি এতে পাবেন ফাস্ট চার্জিং এবং ব্যাটারি ক্যাপাসিটি। চারটি রংয়ে পাওয়া যাবে এই স্মার্টফোন।

এই ফোনে মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা মটোরোলার তরফ থেকে একটি বড় চমক। এছাড়াও অন্যান্য ফিচারে ঠাসা থাকবে স্মার্টফোন।

চারটি রংয়ে পাওয়া যাবে এই মডেল। লঞ্চ হতে পারে দুটি ভ্যারিয়েন্ট - একটি ১২৮ জিবি, আর একটি ২৫৬ জিবি। এই স্মার্টফোনে ইন্টার্নাল ক্যাপাসিটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন। মিলবে ১২ জিবি ব়্যাম। বাজেট দামে দারুণ স্টোরেজ ক্যাপাসিটি দিতে চলেছে এই হ্যান্ডসেট।

এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। এই ফোনে কার্ভ ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬০০ নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গরিলা গ্লাসের সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনে প্রসেসর পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৩ চিপসেট। এই ফোনে আকর্ষণীয় ফিচার হতে পারে ক্যামেরা। সামনে পাবেন ৩২ মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।

মটোরোলা জি ৮৫ মডেলে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। যা চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

আইপি ৫২ রেটিংয়ের সঙ্গে আসতে চলেছে এই স্মার্টফোন। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ৪জি ভোল্টি, লেটেস্ট ব্লুটুথ ভার্সন এবং ইউএসবি টাইপ সি চার্জিং ক্যাবল থাকবে।