ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১২:২৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কাল দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

সন্ত্রামী হামলার কারণে সফর বাতিল করে আগামীকাল শনিবার দেশে ফিরছে বাংলাদেশে ক্রিকেট দল৷ স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে ক্রাইশ্চচার্চের দু’টি মসজিদে বন্দুকবাজের হামলা এবং স্ট্রিকল্যান্ড স্ট্রিটে গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পরই সফল বাতিলের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড৷

হেগলে ওভালে কাল শনিবার থেকে তৃতীয় টেস্ট খেলার কথা ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের৷ কিন্তু শুক্রবার দুপুরে নামাজ পড়তে বাংলাদেশ ক্রিকেটাররা ক্রাইশ্চচার্চের আল নূর মসজিদে পৌঁছনোর পর দুই বন্দুকবাজ গুলি ছুঁড়তে থাকে৷ অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটাররা৷ এই ঘটনার পরই দেশে ফেরার বিমান ধরার ইচ্ছেপ্রকাশ করেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা৷

ক্রাইশ্চচার্চে দু’টি মসজিদ আল নূর ও লিনউড মসজিদ ছাড়াও স্ট্রিকল্যান্ড স্ট্রিট গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এখনও পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ ঘটনার তীব্র নিন্দা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এটিকে নিউজিল্যান্ডের কালো দিন বলে ব্যাখ্যা করেছেন৷

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও ডেভিড হোয়াইট জানিয়ে দেন হেগলে ওভালে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে৷ পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ হোয়াইট জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে খেলা সম্ভব নয়৷ দুই দলের ক্রিকেটাররাই মানসিকভাবে বিপর্যস্ত৷’