ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৯:১৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন

চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন

বিশিষ্ট অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা রাম মোহন মারা গেছেন। তিনি বাংলাদেশে জনপ্রিয় ‘মীনা কার্টুন’-এর অন্যতম পরিচালক ও জনক। শুক্রবার ভারতের মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৩১ সালে তিনি মাদ্রাজে জন্মগ্রহণ করেন।

পড়াশোনা করেছেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে। অ্যানিমেশন এক্সপ্রেসের ওয়েবসাইটে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়।

১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে ‘মীনা’ কার্টুনের ১৬টি পর্ব পরিচালনা করেন তিনি। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল ইউনিসেফ ও বাংলাদেশের টুনবাংলা। এই সিরিজের জন্য ১৯৯৬ সালে কমিউনিকেশন আর্টস গিল্ডের হল অব ফেইম অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা লাভ করেন তিনি।

‘মীনা’ কার্টুন মূলত বাংলায় নির্মিত টিভি শো যা— ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, পশতু, ফারসি ও পর্তুগিজ ভাষাতেও প্রচার হয়। এর মাধ্যমে অনেক দেশে ছড়িয়ে পড়ে রাম মোহনের নাম।

রাম মোহনের মৃত্যুতে ভারতের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এই শিল্পের অনেকেই শোক প্রকাশ করেছেন। স্মরণ করেছেন রাম মোহনের অবদান।

১৯৫৬ সালে ভারত সরকারের চলচ্চিত্র বিভাগের কার্টুন ফিল্ম ইউনিটে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন রাম মোহন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন মুম্বাই-ভিত্তিক অ্যানিমেশন কোম্পানি গ্রাফিতি মাল্টিমিডিয়া। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চিফ ক্রিয়েটিভ অফিসার ছিলেন তিনি। ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন ‘গ্রাফিতি স্কুল অব অ্যানিমেশন’।

ছোটো ও বড়ো দৈর্ঘ্যের বেশকিছু অ্যানিমেশন ছবি ও সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বি আর চোপড়ার ‘পতি পত্নী আউর ওহ’, সত্যজিৎ রায়ের ‘সাতরঞ্জ কি খিলাড়ি’, মৃণাল সেনের ‘ভুবন সোম’সহ বেশ কিছু চলচ্চিত্রে অ্যানিমেশনের কাজ করেন রাম মোহন।

তিনি তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া দেশটির চতুর্থ বেসামরিক সম্মাননা ‘পদ্ম শ্রী’ লাভ করেন তিনি।