ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১০:৫০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

জয় দিয়ে ম্যাচ শেষ করল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-২ সেটে জিতে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে এ আসর শেষ করল মেয়েরা।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মালদ্বীপের কাছে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে হারের পর দুই সেট বাংলাদেশ জিতে নেয় ২৫-২৩ ও ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে মেয়েরা ফের হেরে বসে ২৩-২৫ পয়েন্টে। পঞ্চম সেটে জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ জিতে নেয় ১৭-১৫ পয়েন্টে।

উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৩-০ সেটে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হারে মেয়েরা।

এ প্রতিযোগিতার ফাইনালে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মুখোমুখি হবে নেপাল-উজবেকিস্তান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান-শ্রীলঙ্কা।

নারী ভলিবল দলের কোচ মফিজুল ইসলাম বলেন, ‘আমরা অনুশীলনে খুব মনোযোগী ছিলাম। মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি। এখন সামনের দিনগুলোতে এই অনুশীলনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা মালদ্বীপের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছি। এটা দলীয় সমন্বয়ের ফলেই পেয়েছি। এই জয়কে ধরে রাখতে হলে আমাদের দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার। পঞ্চম সেটে আমরা কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলাতে পেরেছি।’

পঞ্চম দিনের ফলাফল

বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১

উজবেকিস্তান ৩-২ শ্রীলঙ্কা (২৬-২৪, ২৫-১৮, ২০-২৫, ১৯-২৫, ১৫-১২)

নেপাল ৩-০ কিরগিজস্তান (২৫-৮, ২৫-১৪, ২৫-১৭)

বাংলাদেশ ৩-২ মালদ্বীপ (১৭-২৫, ২৫-১৮, ২৫-২৩, ২৩-২৫, ১৭-১৫)

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এর খেলা

বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১

তৃতীয় স্থান নির্ধারণী: কিরগিজস্তান-শ্রীলঙ্কা (সকাল ৯টা ৩০ মিনিট)

ফাইনাল : নেপাল-উজবেকিস্তান (১১টা ৩০ মিনিট)