ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৬:৩২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘পুরুষাঙ্গের মাপ দেখেই টিমে ফুটবলার বাছাই করি’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

জার্মানির নারী কোচ ইমকে উবেনহর্স্ট। গত বছরের ডিসেম্বর মাস থেকে জার্মান পঞ্চম ডিভিশনের ক্লাব বিভি ক্লোপ্পেনবার্গ টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নারী কোচের এক মন্তব্যে অবাক হয়েছে সারা বিশ্ব এবং তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

ভারতের শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইমকে উবেনহর্স্ট জার্মানির ক্লাব বিভি ক্লোপ্পেনবার্গ টিমের কোচ হয়ে আসার কয়েক দিন পরেই এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘আপনি ড্রেসিং রুমে প্রবেশ করলে কি ফুটবলারদের প্যান্ট পরতে বলবেন?’

এমন প্রশ্নের মোক্ষম জবাব দেন কোচ ইমকে। যা নিয়ে পরবর্তীতে ব্যাপক লেখালেখি হয় গণমাধ্যমে। সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্যঙ্গ করে ইমকে বলেন, ‘আমি পেশাদার কোচ। পুরুষাঙ্গের মাপ দেখেই টিমে ফুটবলার বাছাই করি।’

এই প্রথম যে ইমকে উবেনহর্স্ট কে লিঙ্গ বৈষম্যমূলক প্রশ্নের সামনে পড়তে হলো এমনটা নয়। এর আগে ২০১৪ সালে সুইডেনের নারী ফুটবল দলের ম্যানেজার পিয়া সুন্ধাগে কেও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল।

পিয়া সুন্ধাগে কে প্রশ্ন করা হয়েছিল, একজন নারীর পক্ষে কি পুরুষ দলকে কোচিং করানো যায়? জবাবে পিয়া বলেছিলেন, ‘অ্যাঞ্জেলা মার্কেল তো গোটা একটা দেশ চালনা করেন।’

কিন্তু, ইমকে যে উত্তর দিয়েছেন তা সবকিছুকেই ছাপিয়ে গেছে।