ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৯:২৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

বঙ্গমাতা অনুর্ধ-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল আজ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার

বঙ্গমাতা অনুর্ধ-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সফরকারী লাওসের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী দল।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

ফাইনালে জয়ের মাধ্যমে শিরোপা লাভের আশা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বি দল দুটির কোচ ও অধিনায়করা। বৃহস্পতিবার মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে লাওসের প্রধান কোচ ভং মি সে বলেন, ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলেরই শিরোপা জয়ের সমান সুযোগ থাকবে।

বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ফাইনালে স্বাগতিক দলই ফেভারিট।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে এবং ২য় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের নারী দল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মিসরাত জাহান মৌসুমীর নেতৃত্বাধীন দলটি।

অপরদিকে গ্রুপ পর্বের সুচনা ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেয়া লাওস গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তাজিকিস্তানকে। সেমি-ফাইনালে তারা ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনাল ম্যাচে গ্যালারির টিকিটের মূল্য ৫০ টাকা। আর ভিআইপি টিকিটের মূল্য ২০০ টাকা। ম্যাচের দিন আজ স্টেডিয়াম প্রাঙ্গনে টিকিট পাওয়া যাবে। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের কোন টিকিট লাগবেনা। স্কুলের পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা টিকিটে তারা গ্যালারীতে বসে খেলা উপভোগ করতে পারবে বলে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছয় জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।