ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ১:০৯:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন: সিমিন হোসেন মধ্যপ্রাচ্যের সংঘাত অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে: প্রধানমন্ত্রী আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন যৌন হয়রানি: ঢাবি অধ্যাপক নাদিরকে অব্যাহতি হজ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিশু রোগীদের ঈদ সামগ্রী বিতরণ বিএসএমএমইউ’এর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শিশু রোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

শনিবার ক্যান্সার মিশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিশুদের মাঝে চকলেট বক্স ও নগদ অর্থ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগে ভর্তিকৃত শিশুদের মাঝে এই ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, নার্সিং অনুষদের ডীন ও ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক প্রমুখ।