ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ৯:৫৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

আবারও বিজ্ঞাপনে জুটি বাঁধলেন সাকিব-শিশির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ এএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য আইপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি সাকিব আল হাসান। যদিও সাকিবের আইপিএলে যোগ দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। তবে সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন টাইগার পোস্টারবয় সাকিব।

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেও দম নেওয়ার ফুরসত নেই টাইগারদের টেস্ট অধিনায়কের। একের পর এক বাণিজ্যিক পণ্যের চুক্তিতে নাম লেখাচ্ছেন দেশের ক্রীড়াঙ্গনের এই প্রাণভোমরা। এবার তার সঙ্গে একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। তবে এবারই প্রথম না, এর আগেও কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে স্ত্রীর সঙ্গে জুটি বেঁধেছিলেন সাকিব।

সোমবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল একাউন্টে একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন দেশসেরা এই তারকা।

সেখানে দেখা যায়, ইয়ামাহা এফজেডএস’র ভার্সন থ্রি ডিলাক্স এডিশনের একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন এই এডিশনটি উদ্বোধন করতে উন্মুখ হয়ে আছি।