আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব : মাহি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের বিয়ে-বাচ্চা লুকিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই ভাবেন, বিয়ে করলে কিংবা সন্তান নিলে আবেদন ফুরিয়ে যাবে। তাই অনেকসময় সত্যটা আড়ালে রাখেন। এই দিক থেকে অনেকটাই ব্যতিক্রম হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বাচ্চা সবটাই এনেছেন প্রকাশ্যে।
এ অভিনেত্রীর মতে, তার ভক্ত-দর্শকরা তার সম্পর্কে জানতে চায়। তাদের জানার আগ্রহ আছে তাই তিনি আনন্দের খবর লুকিয়ে না রেখে সবার সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হন মাহি-রকিব দম্পতি। এ সময় বিয়ে-সন্তান নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সন্তান জন্মের পর ঠিক কী পরিবর্তন এসেছে নায়িকা জীবনে—এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমি তেমন পরিবর্তন দেখছি না। আগে যেমন কোথাও দুজন যেতাম এখন সেটা বেড়ে হয়েছে তিনজনে। শুধু চিন্তায় থাকে ছেলেকে কী খাওয়াব, ওই পরিবেশে ফারিশ কীভাবে থাকবে এটাই।’
ছেলের জন্মের পর মেজাজ বদলেছে কি না—বলতে পারবে পরিবার। তবে স্বামী রকিব সরকার তাকে আগের চেয়ে শান্ত দেখছেন বলেও জানান মাহি।
বিয়ে এবং সন্তান প্রকাশ্যে আনার ব্যাপারে মাহির ভাষ্য, ‘আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব। বিয়ে-বাচ্চা এগুলো তো গর্বের বিষয়। আনন্দের খবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করি। আমি মনে করি, আমার ভক্ত-দর্শকদের আমার সম্পর্কে জানার আগ্রহ আছে। আমিও সেটা খেয়াল রাখি।’ প্রথম প্রথম মেয়ে সন্তানের আশা করেছিলেন মাহি। তবে ছেলে সন্তান হওয়াতেও অখুশি নন তিনি। তার কথায়, ‘এখন ছেলে হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম মেয়ে হবে। তার নাম ফারিশতা রাখব।’
বর্তমানে সংসার-সন্তানের পাশাপাশি রাজনীতিতেও ব্যস্ত মাহিয়া মাহি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছে আছে তার। সে কারণে নিজের নির্বাচনী এলাকায় চালাচ্ছেন প্রচারণা, অংশ নিচ্ছেন দলীয় বিভিন্ন কর্মসূচিতে। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।
জানা গেছে, বিরতি ভেঙে শিগগির নতুন একটি ছবিতে কাজ শুরু করবেন এ অভিনেত্রী। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতটুকু বলতে পারি।’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।
এর আগে, ২০১৬ সালে মাহিয়া মাহি ভালোবেসে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। ২০২১ সালের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। দুই বছর আগেই তারা বিবাহবিচ্ছেদ করেছেন।
- দেশে এক দিনে ডেঙ্গুতে ১৩ প্রাণহানী
- শ্রীদেবীর মৃত্যুর ৫ বছর পর মুখ খুললেন স্বামী
- কুমিল্লায় আগাম জাতের শিম এখন বাজারে
- সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
- পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- জাপানে ১২৫ বছরে উষ্ণতম মাস সেপ্টেম্বর
- যে ফল খেলে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমে
- নানা গুণের সূর্যমুখী
- বিমান বিধ্বস্তে পরিবারসহ মার্কিন সিনেটরের মৃত্যু
- মেঘনার বুকে জেগে উঠেছে অর্থনীতির নতুন সম্ভাবনা
- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির ‘জরুরি’ নির্দেশনা
- ঢাকার যে ১৫ এলাকায় ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি
- ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা
- এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘বেদনায় ভরা দিন’
- প্ল্যান ইন্টারন্যাশনাল এ চাকরির সুযোগ
- ভাই-বোনকে বাঁচিয়ে নিজে প্রাণ দিলেন সৌদি তরুণী
- ওটিটিতে মুক্তি পেল ‘হাসিনা: আ ডটারস টেল’
- বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও, বন্ধু দিবস আজ
- ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা স্বামী, বরখাস্ত মেয়র
- কবিগুরুর প্রয়াণ দিবস আজ
- শহীদ কবি মেহেরুন্নেসার জন্মদিন আজ
- জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করল `রিক`
- ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে কাশ্মিরের টিউলিপ গার্ডেন
- টুঙ্গিপাড়া বাংলাদেশের ইতিহাসের মানচিত্র
- রোগ সারাতে এলাচ খান
- ত্বক ফর্সা করার ৩ খাবার, জেনে নিন নামগুলো
- হাঁস পালন করেই ঘুরে দাঁড়িয়েছে গৃহবধূ শিল্পী
- দেশে সম্পূর্ণ বিলুপ্ত ৭ প্রজাতির উদ্ভিদ, ঝুঁকিতে ২৬২