ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৪১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

কোহলির সেঞ্চুরিতে টিকে থাকলো ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৯ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুরুতে ব্যাট করতে নেমে ক্লাসেনের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে ৪ বল আগে জয় পায় ব্যাঙ্গালুরু। এই ম্যাচেই প্রথমবারের মতো দুই ইনিংসেই ব্যাটারের সেঞ্চুরির দেখা মেলে আইপিএলে। আর এই জয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকলো ব্যাঙ্গালুরু।

বৃহস্পতিবার রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্স হায়দারাবাদের। দুই উদ্বোধনী ব্যাটার এক বলের ব্যবধানে ফেরেন মাইকেল ব্রেসওয়েলের শিকার হয়ে। ১৪ বলে ১১ রান করা অভিষেক শর্মা ও ১২ বলে ১৫ রান করা রাহুল ত্রিপাঠি দুজনেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তার বলে।

এরপর ১৮ বলে ২০ রান করা এইডেন মার্করামকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান শাহবাজ আহমেদ। তার বিদায়ের পরই শেষ হয় হেনরিক ক্লাসেন ঝড়। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরত যান তিনি। এর আগে ৮ চার ও ৬ ছক্কার ইনিংসে ৫১ বলে করেন ১০৪ রান। এছাড়া ১৯ বলে ১৭ রান করেন হ্যারি ব্রুক।

জবাব দিতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে দেন ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে চড়েই জয়ের খুব কাছাকাছি পৌঁছায় তারা। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১৭২ রান, ১৯তম ওভারের পঞ্চম বলে গিয়ে তাদের জুটি ভাঙে।

১২ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। তার বিদায়ের পর একই পথ ধরেন ডু প্লেসিসও। ৭ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে নটরাজনের বলে তিনিও হন ক্যাচ আউট। তাতে অবশ্য জিততে কোনো সমস্যা হয়নি ব্যাঙ্গালুরুর।

এই জয়ের পর প্লে-অফ খেলার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে চারে ওঠে এসেছে তারা। সমান জয় নিয়ে রান রেটে পিছিয়ে পাঁচে তারা।