ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১:৩৭:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

জাবির ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৫ হাজার ৬৫টি। পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৭০০ শিক্ষার্থী। এর মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ৪১৬ শিক্ষার্থী এবং চারুকলা বিভাগের জন্য ৩৭১ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে পাস করেছেন। এদের মধ্য থেকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
এ বছর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুন অনুষ্ঠিত হবে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা।
এর আগে, গত রোববার ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org-এ পাওয়া যাবে।