দক্ষিণ এশিয়ার প্রথম নারী ডাক্তার কাদম্বিনীর জন্মদিন আজ
আশীস কুমার দে | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
দক্ষিণ এশিয়ার প্রথম নারী ডাক্তার কাদম্বিনী দেবী
দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী বসু। তার পৈতৃকনিবাস বাংলাদেশের বরিশালে। ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত এই মহিয়সী নারী বৈবাহিকসূত্রে গাঙ্গুলী (গঙ্গোপাধ্যায়) উপাধি পেয়ে কাদম্বিনী বসু থেকে হয়ে যান কাদম্বিনি গাঙ্গুলী এবং পরবর্তী সময়ে এই নামেই দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেন।
তিনি শুধু দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসকই নন; ভারতীয় উপমহাদেশে প্রথম যে দু’জন নারী স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন তাদেরই একজন কাদম্বিনী গাঙ্গুলী, অপরজন চন্দ্রমুখী বসু। আজ তার জন্মদিন। ১৮৬১ সালের ১৮ জুলাই বাবার কর্মস্থল তৎকালীন ব্রিটিশ ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে জন্মগ্রহণ করেন তিনি। কাদম্বিনীর বাবা ব্রজকিশোর বসু ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু-দু’জনেই ১৮৮৩ সালে কোলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন, তিনি ডাক্তারি পড়বেন। ওই বছর (১৮৮৩) সালে মেডিকেল কলেজে ঢোকার পরপরই শিক্ষক ৩৯ বছর বয়সী দ্বারকানাথ গাঙ্গুলীকে বিয়ে করেন। এরপর স্বামীর বংশীয় উপাধি ধারণ করে ‘কাদম্বিনী বসু’ থেকে হয়ে যান ‘কাদম্বিনী গাঙ্গুলী’।
দ্বারকানাথ গাঙ্গুলী বিখ্যাত সমাজসংস্কারক ও মানবদরদী সাংবাদিক হিসেবেও খ্যাত ছিলেন। কাদম্বিনীকে বিয়ের সময় বিপত্নীক ছিলেন দ্বারকানাথ। অন্যদিকে কাদম্বিনীর বয়স ছিল মাত্র ২১ বছর।
কাদম্বিনী ১৮৮৬ সালে গ্রাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ (জিবিএমসি) ডিগ্রি অর্জন করেন। কাদম্বিনী ছিলেন প্রথম ভারতীয় নারী, যিনি পাশ্চাত্য চিকিৎসারীতিতে চিকিৎসা করার অনুমতি পান। মেডিকেল কলেজে অধ্যায়নকালে তিনি সরকারের স্কলারশিপ পান; যা ছিল মাসে ২০ টাকা।
তিনি পাঁচ বছর মেডিকেল কলেজে পড়াশোনা করার পর বিলেত যাবার আগে ১৮৮৮ সালে কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে মাসিক ৩০০ টাকা বেতনে চাকরি করেন।
১৮৮৯ খ্রিষ্টাব্দে মুম্বাই (তৎকালীন বোম্বে) শহরে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম যে ছয়জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন কাদম্বিনী। পরের বছর তিনি কলকাতায় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে বক্তব্য রেখে রাজনৈতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেন। কংগ্রেসের প্রথম নারী বক্তাও ছিলেন তিনি।
কাদম্বিনী দেবী গান্ধীজীর (মহাত্মা করমচাঁদ গান্ধী) সহকর্মী হেনরি পোলক প্রতিষ্ঠিত ট্রানসভাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং ১৯০৭ সালে কলকাতায় অনুষ্ঠিত নারী সম্মেলনে প্রতিনিধি সদস্য ছিলেন। ১৯১৪ সালে তিনি কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের প্রতি সহানুভুতিশীল ছিলেন কাদম্বিনী দেবী। এ কারণে চা বাগানের শ্রমিকদের শোষণের বিষয়ে অবগত ছিলেন তিনি এবং এ ক্ষেত্রে স্বামী দ্বারকানাথ গাঙ্গুলীর দৃষ্টিভঙ্গি সমর্থন করতে; যিনি আসামের চা বাগানের কাজে নারী শ্রমিকদের নিয়োগ ও তাদের শ্রমের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে এর নিন্দা জানিয়েছিলেন।
কাদম্বিনীর শ্রমিকবান্ধব দৃষ্টিভঙ্গীর কারণে সরকার ১৯২২ সালে তাকে বিহার এবং ওড়িশার নারীশ্রমিকদের ওপর নিপীড়নের ঘটনা সরজমিনে তদন্তের দায়িত্ব দিয়েছিল। এ কাজে কবি কামিনী রায়ের সঙ্গে তাকে নিযুক্ত করেছিল সরকার।
সামাজিক বাধা:
এতো গুণের অধিকারী হওয়া সত্ত্বেও কাদম্বিনী হিন্দু রক্ষণশীল সমাজের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ১৮৯১ সালে রক্ষণশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাকে পরোক্ষভাবে ‘বেশ্যা’ আখ্যা দিয়েছিল। এর প্রতিবাদে পত্রিকাটির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন কাদম্বিনী দেবী। মামলার রায়ে বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পালকে ১০০ টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
জন্মদিনে বাংলা মায়ের সূর্যসন্তান ক্ষণজন্মা কাদম্বিনীর কর্মবহুল অমর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা।
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
- ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

