ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৮:৩৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া বিজয় দিবসে পতাকা হাতে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ‘দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়’

পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়ানোর আগে চলছে দলগুলোর মাঝে প্রস্তুতি মূলক ম্যাচ। যেখানে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে। যদিও নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ যাত্রা সুখকর হয়নি।

কেপটাউনের ওয়েস্টার্ন প্রভিনেন্স ক্রিকেট মাঠে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে জ্যোতি-মারুফারা।

এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার কারণে নির্ধারিত ২০ ওভারে ১০১ রানের বেশি করতে পারেনি বাঘিনীরা। এই রান করতে গিয়ে ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারানো পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে ৪ ওভার বাকি থাকতেই।

আগে ব্যাট করা বাংলাদেশ দলীয় শতক পেরোয় শামীমা সুলতানার ব্যাটে। এই ব্যাটার করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান। এ ছাড়াও সোবহানা মোস্তার ১৮, অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ১৫ রান। পাকিস্তানি নারীদের পক্ষে নিদা দাঁর এবং নাশরা সান্ধু ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অবশ্য মারুফার বোলিং আক্রমণে খেই হারিয়ে ফেলে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে উঠে আসা মারুফা ২২ রানের মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নেন। তবে এরপর পাকিস্তানি বাকি ব্যাটারদের অল্প কিন্তু কার্যকরী ইনিংসের সুবাদে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

এরমধ্যে পাঁচে নামা নিদা দারের ১৯ বলে ২৪ এবং আয়েশা নাসিমের ১০ বলে ২০০ স্ট্রাইক রেটে অপরাজিত ২০ রানের সুবাদে সহজ জয় পায় পাকিস্তান। এই দুই ব্যাটার ছাড়াও পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফও করেন ২৪ রান।

বাংলাদেশের পক্ষে মারুফা এবং রুমানা ২টি করে উইকেট শিকার করেন। নিজেদের পরবর্তী প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। এরপরে বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ‘এ’-এর খেলায় শ্রীলঙ্কা নারীদের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা।