ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৫:০২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

পুরোনো জিমেইল পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছেন। নাম বা রুচি বদলালেও ঠিকানাটি রয়ে গেছে। এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে গুগল।

গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি জানানো হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়। গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

এই সুবিধা পুরোপুরি ঠিকানা বদল নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করার ব্যবস্থা। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। অর্থাৎ পুরোনো ঠিকানায় পাঠানো মেইলও ইনবক্সে আসবে।

নতুন ঠিকানাটিই হবে প্রধান ঠিকানা। তবে পুরোনো ঠিকানা দিয়েও লগইন করা যাবে। সব ইমেইল, ছবি ও ফাইল অক্ষত থাকবে। কোনো ডেটা হারানোর আশঙ্কা নেই।

তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা আছে। এক বছরে একবারের বেশি ঠিকানা বদলানো যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। এর বেশি হলে আর সুযোগ থাকবে না।

চাইলেই আবার পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া যাবে। সে ক্ষেত্রেও ডেটা অক্ষত থাকবে। গুগল জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সমস্যায় পড়তে পারে। তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে যারা ছোট বয়সে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তি। অনেকে তখন পছন্দের কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন। পরে পেশাগত জীবনে তা বিব্রতকর হয়ে ওঠে। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও উপকৃত হবেন।

তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজেও তথ্যটি দেখা যাচ্ছে না। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে। এটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে ব্যবহারকারীদের আগ্রহ অনেক। বিশেষ করে দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীরা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী। তবে কবে নাগাদ সবাই এই সুবিধা পাবেন, তা এখনো স্পষ্ট নয়।