ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১০:৫৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বুর্জ খলিফার মাথায় উঠে নারী মডেলের শ্যুটিং

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের সবথেকে উচ্চতম বিল্ডিং হল দুবাইয়ের বুর্জ খলিফা। প্রায় ৮৩০ মিটার উঁচু এই বিল্ডিং। প্রায়ই এই বিল্ডিংয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের নামের ঝলক পাওয়া যায়। তবে এবার অন্য কারণে উঠে এসেছে এই সুউচ্চ চূড়ার কথা। জীবন বাজি রেখে এই সুউচ্চ চূড়ায় উঠে শ্যুট করা হয়েছে একটি বিজ্ঞাপনের।

প্রসঙ্গত দুবাই বিমান সংস্থা এমিরেটসের একটি বিজ্ঞাপনের শ্যুট করা হয়েছে এই চূড়ার উপর উঠে। দুবাই থেকে ব্রিটেন যাওয়া নিয়ে তৈরি করা হয়েছে এই বিজ্ঞাপন। বিল্ডিংয়ের টপে উঠে এমিরেটস সেবিকার পোশাক পরে দেখা গেল এক মডেলকে। পায়ে হাই হিলস। বুর্জ খলিফা চূড়ায় কোন রকমে নিজের দু’পা রেখে কেবল একজন ই দাঁড়াতে পারবেন।

সব শুটিংয়ের জন্য সবসময়ই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়ে থাকে। কিন্তু তাও একটা মানানসই জায়গার ব্যাপারও তো থাকে। বিজ্ঞাপন দেখেই শরীরে কাঁটা দেবে দর্শকদের।

ভিডিওটি শ্যুট করা হয়েছে অনেকটাই উঁচু থেকে। যার ফলে এমনিতেই দুবাইকে অন্যরকম দেখাবে। ভিডিওটিতে বিমানসেবিকাকে কয়েকটি প্ল্যাকার্ড হাতে দেখা যাবে। মূলত প্ল্যাকার্ডের মাধ্যমে যাত্রীদের বিমানে যাওয়ার আবেদন করছেন সে। বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পর দর্শকরা তা দেখে মুগ্ধ হলেও, অনেক নেটিজেনরা এই বিজ্ঞাপনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কেউ সরাসরি বিজ্ঞাপনকে ‘ফেক’ বলে দিয়েছেন। তো কারোর দাবি, ক্যামেরায় কারুকার্য করে ভিডিওটি শ্যুট করা হয়েছে। পাল্টা কোনো বিবৃতি বিজ্ঞাপনদাতার তরফ থেকে প্রথমে দেওয়া না হলেও, পরে ভিডিওটি কিভাবে শ্যুট হয়েছে! তার আবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এমিরেটসের তরফ থেকে। সেখানে দেখা গিয়েছে শ্যুটিংয়ের আগে বেশ অনেকদিন কড়া ট্রেনিং হয়েছে বিমানসেবিকার ওরফে মডেলের। মডেলের নাম নিকোল স্মিথ লুডভিক। আদতে পেশায় স্কাইডাইভার।

তবুও তাঁর এদিন শ্যুটের জন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিভাবে বুর্জ খলিফার চূড়ায় উঠে শ্যুটিং শেষ করা হয়েছে! তার পুরো বর্ণনা রয়েছে ওই ভিডিওতে। তবে এর আগেও বুর্জ খলিফার চূড়ায় শ্যুটিং হয়েছে। সেরেছেন বিশ্ব বিখ্যাত হলিউড তারকা টম ক্রুজ। ২০১১-তে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ৪ নম্বর অধ্যায় মুক্তি পেয়েছিল। তার প্রচারের জন্য একটি পোস্টারের শ্যুট করতে বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ের চূড়ায় উঠেছিলেন টম ক্রুজ।

সেই ফটোশ্যুটের সময় না’তো ছিল টমের পায়ে কোনো জুতো আর না ছিল কোনো হার্নেস। বুর্জ খলিফার চূড়ায় বসে বরং হাসতে হাসতে ছবি তুলেছেন টম ক্রুজ। সেই ছবি সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল এবং তা হইচই ফেলে দিয়েছিল নেটপাড়ায়। তা বলা বাহুল্য।

যদিওবা এই মডেল স্কাই ডাইভিংয়ে পারদর্শী, তাও জীবন বাজি রেখে এই ধরনের কাজ করা উচিত নয় বলে মনে করেছেন অনেকে। ‘টপ অফ দা ওয়ার্ল্ড’-এ দাঁড়িয়ে এই ধরনের একটা শ্যুটিং সত্যিই প্রশংসার দাবেদার রাখে। কতটা ঝুঁকি নিয়ে যে, এই ধরনের শ্যুটিং করা হয়েছে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এমিরেটসের তরফ থেকে। যাতে পরবর্তীকালে কারোর মনে কোন প্রশ্ন না জাগে, বা এটাকে ‘ফেক’ বলে কেউ যেন ছোট না করে।


-জেডসি