ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। এখন লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্যে মিরপুরে নেমে ভারতকে বেধে রেখেছে ১০২ রানের মধ্যে আটকে দেয় নিগার সুলতানার দল। শামিমা সুলতানার ৪৬ বলে ৪২ রানের ওপর ভর করে সেই লক্ষ্য ছুয়েছে বাংলাদেশ। পেয়েছে ৪ উইকেটের জয়। টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ বছর পর ভারতকে হারাতে পারলো টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারতের মেয়েরা। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এই জয়ে প্রায় ৫ বছর পর ভারতের মেয়েদের হারাল টাইগ্রেসরা। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালের ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজে প্রতিবেশীদের বিপক্ষে প্রথম জয় এটি। সব মিলিয়ে এটা ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের তৃতীয় জয়।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের মেয়েরা। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মাকে ফেরান সুলতানা খাতুন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
তবে দলীয় ৬৫ রানের মাথায় স্বর্ণা আক্তারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন জেমিমা। ফলে তৃতীয় উইকেটে তাদের ৪৫ রানের জুটি ভেঙে যায়। এই ব্যাটার ফেরেন ২৬ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করে। এরপর অধিনায়ক কৌর ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনোরকমে ১০২ রান সংগ্রহ করে ভারতের নারীরা। বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন ৩ উইকেট শিকার করেন। এছাড়া সুলতানা খাতুন ২টি এবং নাহিদা, ফাহমিদা ও স্বর্ণা ১টি করে উইকেট পান।
এরপর ১০৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশও। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন শামিমা সুলতানা।
তবে আগের ম্যাচে ব্যাট হাতে রান পাওয়া জ্যোতি এদিন খুব বেশি দূর এগোতে পারেননি। মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন টাইগ্রেস অধিনায়ক। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান শামিমা। কিন্তু ৪২ রান করে এই ওপেনার রান আউটে কাটা পড়লে হারের শঙ্কায় পড়ে দল।
তবে সুলতানা খাতুনের ৮ বলে ১২ ও নাহিদা আক্তারের ৬ বলে ১০ রানের অপরাজিত ইনিংসে শঙ্কার সেই কালো মেঘ উড়ে যায়। এতে ১০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
- জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা
- রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
- ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- মাঘেই পালিয়েছে শীত, বাতাসে বসন্তের আগমনী বার্তা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ











