ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সাফ টুর্নামেন্ট মানেই যেন বাংলাদেশের মেয়েদের ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত জাতীয় ও বয়সভিত্তিক দলের খেলায় তিনবার ফাইনালে উঠেছে বাংলার বাঘিনীরা। প্রতিবারই শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী দেশ নেপাল। তবে জাতীয় দলের হয়ে সাবিনা খাতুনরা শিরোপা জিতলেও অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল নেপালের মেয়েরা। এবার ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
আজ (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্তত এক পয়েন্ট আদায় করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক ও আকলিমা আক্তারের জোড়া গোলে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় অন্তত ড্র। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। প্রথম দিকে কিছুটা অগোছালো থাকলেও সময় যত এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা ততই খোলস ছেড়ে বের হয়ে খেলতে থাকে। যার ফলে ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্কোরশিটে নাম লেখান ১১ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড আকলিমা খাতুন।
এর ঠিক পরের মিনিটেই ভুটানের ডি-বক্সে ট্যাকেলের শিকার হন বাংলাদেশের ফরোয়ার্ড। তবে পেনাল্টিতে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন শাহেদা আক্তার রিপা। তবে ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। কর্নার থেকে নেওয়া উন্নতি খাতুনের শট নিজের আয়ত্তে নিয়ে স্কোরশিট ২-০ করেন বাংলাদেশের অধিনায়ক। এরপর আর কোনো গোল না হলেও স্বস্তিতেই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন বাংলাদেশের মেয়েরা। ৪৭তম মিনিটে আকলিমার শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৪৯তম মিনিটে শামসুন্নাহারকে দারুণ সুযোগ তৈরি করে দেন শাহেদা। তবে শাহেদার ক্রসে পা ছোঁয়াতে পারেননি বাঘিনী কাপ্তান। ৫০তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে ভুটানের রক্ষণভাগের খেলোয়াড় সেই বল উড়িয়ে মেরে ডি-বক্স থেকে বাইরে করে বিপদমুক্ত করেন।
বিরতির পর বারবার চেষ্টা করেও ফিনিশিংয়ের কমতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে মিনিট তিনেক পরই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন শামসুন্নাহার। ৫৩তম মিনিটে শাহেদার পাস বেশ খানিকক্ষণ দৌড়ে ভুটানের ডি-বক্সের কাছাকাছি নিয়ে গোলকিপারকে কাটিয়ে জাল বরাবর শট নেন তিনি। বল বারের কানায় লাগলেও ভাগ্যের সহায়তায় পরে জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আকলিমাও। ভুটানের রক্ষণে চেরা পাসের শটে গোল করেন এই ফুটবলার।
এর ঠিক এক মিনিটের পরই দলের হয়ে শেষ গোল করার সঙ্গে সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন শামসুন্নাহার। এরপর ৬৯তম মিনিটে বাংলাদেশের গোলকিপার রুপণা চাকমাকে তুলে নেন কোচ ছোটন। তারপর একের পর এক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ফলে ভুটানকে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করলো সাবিনা খাতুনের উত্তরসূরিরা।
শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস জোগাতে পারে গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি।
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- চ্যাটজিপিটির উত্তরে দেখাচ্ছে ‘গ্রকিপিডিয়া’র তথ্য
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট
- ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি











