ঢাকা, রবিবার ২৪, সেপ্টেম্বর ২০২৩ ০:০৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক ছেড়ে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু আরও ১৪ জনের প্রাণ কাড়লো চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান ভিসানীতি নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 ৪৩তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

তথ্যমতে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪১ জন মৌখিক পরীক্ষা দেবেন। প্রতিদিন ১৮০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) পাওয়া যাবে।

এদিকে, পরীক্ষা চলাকালে প্রার্থীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। পরীক্ষা চলাকালে প্রার্থী কমিশন চত্বর এমনকি ক্যানটিনেও কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে দেখা করতে পাবে না। পরীক্ষার দিন কোনোভাবেই মুঠোফোন বা কোনো যন্ত্র নিয়ে কমিশনে প্রবেশ করা যাবে না। প্রিলিমিনারির সময় দেওয়া ছবি সংবলিত প্রবেশপত্র আনতে হবে।

৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি পরীক্ষার ফলাফলে ১৫ হাজার ২২৯ প্রার্থী উত্তীর্ণ হন।