ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৮:২৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

৭ দফা দাবি আদায়ে আমরণ অনশনে রাবির ১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সাতদফা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছেন ১৫ শিক্ষার্থী।

রোববার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা অনশন শুরু করেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন-সোহাইব খান ও ফয়সাল আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, দর্শন বিভাগের শাহাদাৎ হোসেন ও রাবেয়া মুহিব, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত হাওলাদার এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রিমি আক্তার, রাবিয়া জান্নাত রাইসা। বাকিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন করবেন।

দাবিগুলো হলো-

ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

সংঘর্ষের ঘটনার জন্য প্রক্টরের পদত্যাগ ও প্রশাসনের জবাবদিহি করতে হবে।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা ভার প্রশাসনকে বহন করতে হবে।

পাসকার্ড ব্যাতীত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পুনরায় চালু করতে হবে। এবং

ক্যাম্পাসে রিকশা ভাড়া, ডাইনিং ও খাবার হোটেলগুলোর খাবারের দাম নির্ধারণ ও মান নিশ্চিতকরণ। অনশনরত শিক্ষার্থী রাবিয়া জান্নাত রাইসা বলেন, আমাদের যে সাত দফা দাবি আছে সেটা অবিলম্বে প্রশাসনকে মেনে নিতে হবে। আমাদের দাবি নিরাপদ ক্যাম্পাস। যে ঘটনা ঘটেছে তার কোনো পদক্ষেপই প্রশাসন নেয়নি। আমরা এর বিচার চাই।

আরেক শিক্ষার্থী মুহিব বলেন, আমরা সাত দাবি নিয়ে এখানে অবস্থান নিয়েছি। আমরা দাবির বাস্তবায়ন চাই। দাবিগুলো মেনে নেওয়া না হলে অনশন চালিয়ে যাব। প্রশাসনের মুখের কথায় আমরা আশ্বস্ত হতে চাই না।