অর্থ আত্মসাতের অভিযোগ : যা বললেন নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কোটি কোটি রুপি নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল ভারতের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে।
বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা। বর্তমানে নুসরাত জাহান পরিচালক নন, দাবি করেছিলেন অভিযুক্ত প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক রাকেশ সিংহ। আইনজীবীদের সঙ্গে কথা বলেই, অভিযোগের জবাব দেবেন নুসরাত, জানিয়েছিলেন তার ম্যানেজার।
তার দেওয়া সময় অনুযায়ী বুধবার (২ আগস্ট) সাংবাদিক সম্মেলন করেন নুসরাত। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, ‘ব্যাখ্যা তারাই দেয় যারা অপরাধ করে বা যারা ভয় পান। আমি কোনো অপরাধ করিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনো সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।’
এরপর নুসরাত বলছে শুরু করেন, ‘প্রথমত, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির, তার সঙ্গে নাকি আমি জড়িত। সেই কোম্পানি আমি ২০১৭ সালের মার্চ মাসে ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা।’
এই উত্তরে আমি বলব, ‘এই কোম্পানি থেকে আমি একটি লোন নিয়েছিলাম। তার সংখ্যাটা হলো ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি। ২০১৭ সালের মে মাসে সুদসহ এ কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ রুপি এ কোম্পানিকে আমি ফেরত দিই। তার সমস্ত প্রামাণ্য নথি, বাড়ির দলিল আমার কাছে রয়েছে। আমি চাইলে খুলে দেখাতে পারি। তবে এটা দেখতে কোর্ট থেকে নিতে হবে।’
নুসরাত আরও বলেন, ‘আমি কোনো দিন এমন কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ৩০০ শতাংশ দায়িত্ব নিয়ে বলছি, দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। যদি আমার কোনো ভুল-ত্রুটি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে যা বলবেন তাই করব। এ বিষয়টা কোর্টের বিচারাধীন। আমি এ বিষয়ের সঙ্গে জড়িত নই। অভিযোগ ছিল, আমি দুর্নীতির টাকায় বাড়ি কিনেছি।
‘এমন ভুল অভিযোগ যাতে দ্বিতীয়বার আমায় নিয়ে না ওঠে, আপনাদের সামনে আসা। আরও একটা অভিযোগ আমি সবাইকে করব, সেটা হলো এ বিষয়ের মধ্যে কোনো রাজনীতি নেই। দয়া করে এ বিষয়টার মধ্যে রাজনীতি জড়াবেন না। আমি বিশ্বাস করি, সত্যের পথ যতই কঠিন হোক না কেন, সেটাই যেতে।’
তিনি বলেন, ‘আমি কোনো ভুল করে থাকলে, মিথ্যে বললে, মানুষের থেকে একটা পয়সাও নিলে আমি আপনাদের সামনে এসে দাঁড়াতাম না। প্রত্যেকটা ট্যানজ্যাকশনের নথি রয়েছে। এই কোম্পানিতে আমি একটাও শেয়ার হোল্ড করি না। কোম্পানিতে কী কী হচ্ছে সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই।’
এরপর নুসরাতের দিকে একাধিক প্রশ্ন ধেয়ে আসে। উত্তরে নুসরাত বারে বারে বলেন, তিনি লোন ফেরত দিয়ে দিয়েছেন ও কোম্পানির কোনো শেয়ার তিনি হোল্ড করেন না। এর থেকে বেশি আর কোনো তথ্য দিতে চাননি তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরাত।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা

