ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ২০:৫৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ হজের ফ্লাইট শুরু ৯ মে পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

আমাজনের ভয়ঙ্কর সব প্রাণী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

আমাজনের জঙ্গল মানেই একটা রোমহর্ষক ব্যাপার। আমাজনের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে বহু ছবি এবং গল্পও লেখা হয়েছে। সেই আমাজনেরই একটা অংশ সম্প্রতি দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে। মারা পড়েছে কত শত জীব ও প্রাণী। যার মধ্যে বিরল প্রজাতি প্রাণীও রয়েছে। এই আমাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক।

অরপাইমা: বিশ্বের স্বাদু জলের বৃহত্তম মাছ এটি। পিরারুকু নামেও পরিচিত এরা। দৈর্ঘ্যে এরা প্রায় ১০ ফুট হয়। এরা মাংসাশী হয়।

অরপাইমা: বিশ্বের স্বাদু জলের বৃহত্তম মাছ এটি। পিরারুকু নামেও পরিচিত এরা। দৈর্ঘ্যে এরা প্রায় ১০ ফুট হয়। এরা মাংসাশী হয়।

ক্যান্ডিরু: এটি একটি ছোট প্রজাতির রক্তপিপাসু মাছ। এদের ভ্যাম্পায়ার ফিশ-ও বলা হয়। বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, পেরুতে পাওয়া যায়।

পিরানহা: এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক। আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে। এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। শিকার করে দলবদ্ধ ভাবে। এদের দাঁতে এত ধার যে নিমেষে বড় কোনও পশুকে খেয়ে ফেলতে পারে।

বুল শার্ক: সাধারণত হাঙরদের সমুদ্রেই দেখা যায়। কিন্তু আমাজন নদীতে বুল শার্কের দেখা পাওয়া যায়। এদের দৈর্ঘ্য প্রায় ১১ ফুট মত হয়। ওজন ৩০০ কেজিও হতে পারে।

দ্য পাকু: এদের পিরানহার বড় ভাই বলা হয়। মানুষের মত দাঁতই এদের বড় পরিচয়। এরা সর্বভুক।

ইলেকট্রিক ইল: এরা ক্যাটফিশ প্রজাতির। দৈর্ঘ্যে প্রায় সাড়ে আট ফুটের মত হয়। এদের শরীরে ৬০০ ভোল্টের মত বিদ্যুৎ উৎপন্ন হয়।

ব্ল্যাক কেমান: এদের আমাজন নদীর রাজা বলা হয়। দৈর্ঘ্যে প্রায় ২০ ফুটের মতো হয় এরা। এদের সামনে পড়লে আর রক্ষা নেই শিকারের।