ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১০:৩২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহান বিজয় দিবস দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’

আমার ফুড পয়জনিং হয়েছিল: তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

তানজিন তিশা।  ছবি: সংগৃহীত

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল বুধবার মধ্যরাতে। তা অসুস্থতার খবর ছড়িয়ে পরতেই তা নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেসব গুঞ্জনকে ভুল খবর আখ্যা দিয়ে আজ বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী নিজে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি এক বিশাল ফেসবুক স্ট্যাটাসে প্রকৃত ঘটনা তুলে ধরেন।

স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, ‘আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ’।

তিনি আরও লেখেন, ‘আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিবোনা’।

তিশা বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই’। 

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে আমারও কিছু বলার থাকতে পারে। যদি বলার থাকে এবং মিডিয়ার কিছু মানুষ যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে, স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রতিটি মানুষের নাম ম্যানশন করে অতি শিগগির আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।’