ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৩:৪৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

করোনা: রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

করোনা: রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

করোনা: রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

রাশিয়ায় করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার পর্যন্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৮ জন। মোট মৃত্যুর সংখা বেড়ে হলো ৪ হাজার ৬৯৩ জন।

রাজধানী মস্কোতে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ১ লাখ ৭৮ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুতেও এগিয়ে রয়েছে শহরটি। এখন পর্যন্ত সেখানে মোট মারা গেছেন ২ হাজার ৪০৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭১ হাজার ৮৮৩ জন। চিকিৎসাধীন আছেন ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন। আর ২ হাজার ৩০০ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন।

তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।