ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৬:৪৮:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

করোনা: লস অ্যাঞ্জেলসে সমাবেশ বন্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় লস অ্যাঞ্জেলস কাউন্টি বিভিন্ন পরিবারের লোকজনের একত্রিত হওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। করোনার লাগাম টেনে ধরতে বাড়িতে নিরাপদে থাকার নতুন একটি আদেশের আওতায় শুক্রবার এ বিধিনিষেধ আরোপ করা হয়। তবে ধর্মীয় সার্ভিস ও বিক্ষোভ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে। খবর এএফপি’র।

কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এ নগরীতে নিষেধাজ্ঞার এ আদেশ সোমবার থেকে কার্যকর করা হবে এবং তা ২০ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে তিন সপ্তাহ বহাল থাকবে।

এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন এ নির্দেশে বাসিন্দাদের যতটা সম্ভব বাড়িতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, সব ধরণের জন সমাবেশ এবং আপনাদের বাড়িতে বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ঘরোয়া সমাবেশের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। তবে সাংবিধানিক অধিকার রক্ষায় ধর্ম ভিত্তিক বিভিন্ন সেবা এবং বিক্ষোভ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।

ঘন বসতিপূর্ণ লস অ্যাঞ্জেলস কাউন্টিতে এ পর্যন্ত সাত হাজার ছয় শ’র বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।


-জেডসি