ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৫:৫৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

করোনায় আরো একজন পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) রাসেল বিশ্বাস

পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) রাসেল বিশ্বাস

পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) রাসেল বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা ইমপালস হালপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল বিশ্বাস মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষা জীবনে এই পুলিশ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। তার জন্মস্থান বাগেরহাট জেলায়। তিনি ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মৃত্যুর আগ পর্যন্ত রাসেল বিশ্বাস বিশেষ পুলিশ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে বাবা, মা, ভাই, বোনসহ স্ত্রী এবং একমাত্র শিশু ছেলে রেখে গেছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের মোট সাড়ে ৩ হাজারের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ হাজার ১২ জনই ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। আর করোনা আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন।