ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৭:৫০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় সুচি কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: স্পিকার মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গজল সম্রাজ্ঞী বেগম আখতারের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিখ্যাত কণ্ঠশিল্পী বেগম আখতারের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। 

ঠুমরি, গজল কিংবা ক্লাসিক্যাল সবক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন তিনি। তাই তো বলা হয়, ঠুমরী, দাদড়া, চৈতী, কাজরি এবং গজল সম্রাজ্ঞী বেগম আখতার। 'জোছনা করেছে আড়ি’, ‘পিয়া ভোলো অভিমান’, ‘কোয়েলিয়া গান থামা’ ইত্যাদি গান আজও নবীন। ‘আই মোহাব্বত’,‘উয়ো যো হাম মে তুম মে’ ‘ভরি ভরি আয়ি মোরি আঁখিয়া' কিংবা মির্জা গালিবের লেখা ‘ইয়ে না থি হামারি কিসমৎ’ বাঙালির কাছে কখনও পুরানো হবে না।গানের ভেতর জীবনের আনন্দ খুঁজে পেতেন আখতারি।

ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদে ১৯১৪ সালে জন্ম আখতারের। বাবা ছিলেন অভিজাত সৈয়দ পরিবারের। বিখ্যাত উস্তাদ জামির খাঁ-র কাছ থেকেই বেগম আখতারের তালিম নেওয়া। যদিও সেই সময় তিনি বেগম আখতার নন। বিবি নামেই পরিচিত ছিলেন সকলের কাছে। ধীরে ধীরে গানের জগতে পা রাখা। এরপর তিনি চলে আসেন কলকাতায়। পাতিয়ালার উস্তাদ আতা মহম্মদ খানের কাছ থেকে শুরু হয় তালিম নেওয়া। পরবর্তীকালে এই বিবি-ই হয়ে উঠলেন ‘মালিকা-এ-গজল’ বেগম আখতার।

অনেক চড়াই উতরাই আসে তার জীবনে। এমনকি গান গাওয়াও এক সময় বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে পরে গানের জগতেই ফিরে আসেন । গানের ভেতর জীবনের আনন্দ খুঁজে পেতেন বেগম আখতার। 

১৯৭৪ সালের অক্টোবর মাসে আহমেদাবাদে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন। ৩০ অক্টোবর মাত্র ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জগৎ বিখ্যাত গজল সম্রাজ্ঞী। 

গুগল ডুডলের পাশাপাশি বেগম আখতারকে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।