ঘরের মধ্যে কি ধরনের গাছ লাগাবেন!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
শহরে বেশিরভাগ লোকজনই ফ্ল্যাটে বাস করতে অভ্যস্ত, বাড়ির সামনে বাগান তাই অনেকের কাছেই স্বপ্ন। কিন্তু এমন অনেক গাছপালাই আছে যা ফ্ল্যাটে লাগানো যায়, এর জন্য আপনার বড় ব্যালকনি বা ছাদেরও দরকার নেই। ইনডোর প্ল্যান্টস শুধু দেখতে সুন্দর লাগে তাই নয়‚ একই সঙ্গে এই গাছপালা ঘরের ভিতরের ক্ষতিকারক গ্যাস এবং দূষিত পদার্থের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে। তাছাড়া, পরিবেশ সুন্দর রাখতে গাছের ভূমিকা আমরা সবাই জানি।
গাছের সবুজ রঙ চোখের জন্য বেশ উপকারী। ঘরের কোনায় বা কাজের ডেস্কে একটি ছোট গাছের টব ঘরের শোভা বাড়ায়। তাছাড়া ঘরে গাছ থাকলে তা কমে স্ট্রেস। পরিবেশ ও মন- দু’টিই ভাল রাখে গাছ। কিন্তু ঘরের মধ্যে কি ধরনের গাছ লাগাবেন?
আজ সেগুলোই দেখে নেয়া যাক:
মানি প্লান্ট:
এই গাছটির সঙ্গে প্রায় প্রত্যেকেই পরিচিত। ছোট টবে করতে পারলে ভীষণ সুন্দর লাগে এই গাছ। রাখতে পারেন আপনার কাজের ডেস্কে অথবা বইয়ের তাকে। আপনার মাটি ভরতি টবে কয়েকটি মানি প্ল্যান্টের কাটিং পুঁতে দিন। নিয়মিত পানি দিন। ছায়ায় রাখুন। কয়েকদিনের মধ্যেই কাটিং-গুলি বাড়তে শুরু করবে। প্রয়োজন মতো ছেঁটে দেবেন। ব্যাস্, এটুকু করতে পারলেই সুন্দর থাকবে আপনার ‘টাকার গাছ’।
অ্যালোভেরা গাছ:
কসমেটিক্সের কৌটোয় এই গাছের ছবি সকলেই দেখেছেন। লম্বা পাতার কাঁটা কাঁটা এই গাছ দেখতে বেশ সুন্দর। আপনার বারান্দার শোভা বাড়াবে এই গাছ। শুধু তাই নয়, অ্যালোভেরার প্রচুর গুণও আছে। অ্যালোভেরার রস যে কোনও ধরনের ত্বকের পক্ষে উপকারি। অ্যালোভেরা গাছ একবার ধরে গেলে প্রচুর চারা হয়। তাই এই গাছ আছে এমন কারও থেকে চেয়ে নিতে পারেন চারা। বাজারেও খুব বেশি দাম হয় না এই গাছের। তবে, এই গাছের গোড়ায় যেন জল না বসে সেই দিকে নজর রাথুন।
এরিকা পাম:
এই গাছের পাতা সুপারি গাছের মতো। অন্যান্য গাছের তুলনায় পাতার পৃষ্ঠভূমিও বেশি। ফলে, বেশি অক্সিজেন উত্পাদন হয়। ঘরের কোনে রাখলে বেশ সুন্দর লাগে এই গাছ। দেখভাল করা সহজ এবং দামও সাধ্যের মধ্যেই।
মাদার-ইন-লস টাঙ:
বেশ মজাদার নামের এই গাছ দেখতেও বেশ অন্যরকম। গাছটি ইদানিং ইন্টিরিয়ার ডিজাইনারদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হবে নাই বা কেন? ঘরের কোনে অল্প সরু জায়গাতেই রাখা যায়। লম্বা কালচে সবুজ পাতার দুই পাশে টানা হলুদ দাগ। অক্সিজেনের মাত্রাও অনেক বাড়িয়ে দেয়। বাজারে খুব বেশি দাম না। অ্যালোভেরার মতোই পাশ দিয়ে চারা বের হয় এই গাছের।
রাবার গাছ:
অন্যান্য গাছের তুলনায় এই গাছের আকার বেশ বড়। তাই ঘরের দালানে বা বারান্দায় বেশ সুন্দর লাগে এই গাছ। দেখভাল করাও সহজ। দামও খুব বেশি না। ঘরের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে এই গাছ। কালচে সবুজ পাতার এই গাছ আপনার গৃহসজ্জায় মূল আকর্ষণ হবে।
এছাড়াও আরো অনেক গাছ আছে যেগুলো ঘরের সৌন্দর্য বাড়ায়। যেমন: চায়নিজ এভারগ্রিন, পিস লিলি, স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা সর্প গাছ, ব্যাম্বু পাম, চন্দ্রমল্লিকা ইত্যাদি।
ঘরের মধ্যে গাছের পরিচর্যায় কিছু টিপস:
১) ইনডোর প্ল্যান্ট বেশি বড় করবেন না। এতে ঘর অন্ধকার লাগবে। তাই নিয়মিত গাছের ডাল ও পাতা ছেঁটে দিন।
২) গাছের মাটিতে ভেজা চায়ের পাতা দিতে পারেন, এতে গোড়ার মাটি সহজেই শুকিয়ে যাবে না এবং তা ভালো সার হিসেবেও কাজ করবে।
৩) চা পাতা ও ডিমের খোসা গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে সাত-আট দিন রোদে দিন, এই মিশ্রণটি যে কোনো গাছের জন্য ভালো সার হতে পারে।
৪) অতিরিক্ত আলোর নিচে রাখলে গাছের রং বিবর্ণ হয়ে যায়, তাই ঠান্ডা ও আলো কম পৌঁছায় এমন জায়গায় গাছ রাখেন।
৫) যাদের অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের ঘরে এসব উদ্ভিদ না রাখাই ভালো।
৬) শিশুদের ঘরেও স্যাঁতসেঁতে টব রাখা ঠিক নয়। তাদের কাছ থেকে কাঁটাযুক্ত গাছ দূরে রাখতে হবে।
৭) প্লাস্টিকের চেয়ে মাটির টব গাছের জন্য বেশি উপকারী।
৮) প্রতিটি গাছের জন্য দুটি করে মাটির টব ব্যবহার করতে পারেন। গাছ লাগানোর জন্য একটি সাধারণ টব, অন্যটি আকারে একটু বড়, রঙিন ও কারুকাজ করা আউটার পট। যার মধ্যে সাধারণ টবে লাগানো গাছটি বসিয়ে দেবেন। এভাবে গাছ রাখলে দেখতে সুন্দর লাগবে এবং মাটির সংস্পর্শে না থাকায় পটে শেওলা পড়বে না।
৯) গাছগুলো ঘরের এক জায়গায় না রেখে মাঝে মাঝে স্থান পরিবর্তন করতে পারেন, তাতে ঘরের সাজে নতুনত্ব আসবে।
১০) ছুটির দিনে ওদেরও ছুটিতে পাঠান, অর্থাৎ বারান্দায় এনে কিছুক্ষণ রাখেন যেন খোলা আলো-বাতাস পায়।
১২) যেকোনো সমস্যা হলে অভিজ্ঞদের পরামর্শ নিন। তা ছাড়া ইন্টারনেটেও হাউসপ্ল্যান্ট সম্পর্কে যথেষ্ট তথ্য পাবেন।
-জেডসি
- ‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’
- ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
- খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
- পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
- যমজ সন্তান জন্ম, মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’

