ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২১:৩৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

জাবির ৬ হল ও স্পোর্টিং কমপ্লেক্সের নামকরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, জাবির নবনির্মিত ছয়টি হলের মধ্যে দুইটি হলে শিক্ষার্থীরা উঠেছেন। বাকিগুলোর কাজ শেষ হলেও শিক্ষার্থী উঠানো হয়নি। এছাড়া স্পোর্টিং কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, আজকের সিন্ডিকেট সভায় নবনির্মিত ছয়টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। এর মধ্যে ১৭নং হলের নাম রাখা হয়েছে বেগম রোকেয়া হল, ১৮নং হলের নাম ফজিলাতুন্নেসা, ১৯নং হলের নাম বীর প্রতীক তারামন বিবি, ২০নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ, ২১নং হলের নাম শেখ রাসেল ও ২২নং হলের নাম কাজী নজরুল ইসলাম। এছাড়া স্পোর্টিং কমপ্লেক্সের নাম রাখা হয়েছে শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স।