ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৯:৫২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দাম কমলো ব্রয়লার মুরগির

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোজার মাসে ফার্ম থেকে ১৯০-৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকারের কনফারেন্স কক্ষে তিনি এ কথা বলেন। এদিন ব্রয়লার মুরগির দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বলেন, রোজায় বাজারে ব্রয়লার মুরগির দামে ৩০-৪০ টাকার একটা প্রভাব পড়বে। আশা করছি ভোক্তা পর্যায়ে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম কমবে ৩০-৪০ টাকা।

ভোক্তা মহাপরিচালক বলেন, কাজী ফার্ম, সিপি, প্যারাগন ও আফতাব ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি। বৈঠকে তাদের সঙ্গে একটি ঐক্যমতে পৌঁছেছি। ফার্ম থেকে আগে ২২০-২৩০ টাকা করে বিক্রি হতো। তবে ফার্মের মালিকরা আমাদের বলেছেন- রোজার মাসে তারা ১৯০-৯৫ টাকা কেজি দরে ফার্ম থেকে ব্রয়লার মুরগি বিক্রি করবেন। তবে ভোক্তা পর্যায়ে কতো টাকা বিক্রি হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে বাজারে ব্রয়লার মুরগি দামে ৩০-৪০ টাকার একটা প্রভাব পড়বে। ৩০-৪০ টাকা কেজি প্রতি ব্রয়লার মুরগি দাম ভোক্তা পর্যায়ে কমতে পারে বলে আশা করছি।