ব্রেড মালাই রোল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
মিষ্টি খেতে কেই না ভালোবাসে। যতই আধুনিক যা কিছুই খাওয়া হোক না কেন শেষপাতে মিষ্টি না হলে খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। তবে, সবসময় যে হাতের কাছে বা বাড়িতে মিষ্টি থাকবে তাও কিন্তু নয়। আর তাই আজ দুধ ও পাউরুটি দিয়ে অসাধরণ একটি ডেজার্ট তৈরির রেসিপি ব্রেড মালাই রোল। চলুন তবে দেখে নেয়া যাক কিভাবে বানাবেন।
কী কী লাগবে
১. ব্রেড ৮ পিস
২. আমন্ড ৮টা
৩. ১/২ কাপ জাল দেওয়া দুধ
পুর তৈরি করার জন্য
১. মাখন ১ চামচ
২. ফুল ফ্যাট দুধ ১ কাপ
২. গুঁড়ো দুধ ১/২ কাপ
৩. চিনি ৩ টেবিল চামচ
মালাই তৈরি করার জন্য
১. ফুল ফ্যাট দুধ ২ কাপ
২. গুঁড়ো দুধ ৩/৪ কাপ
৩. চিনি ১/২ কাপ
কীভাবে বানাবেন
পুর তৈরি
১. কড়াই গরম করে মাখন দিতে হবে।
২. মাখন গলে গেলে দুধ, গুঁড়ো দুধ, চিনি সব দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
৩. অনবরত নাড়তে হবে। মাঝে মাঝে ফ্লেম বাড়িয়ে কমিয়ে নিতে হবে।
৪. মিশ্রণটি একবারে কড়াই এর গা মাখা হয়ে শুকিয়ে এলে তুলে নিতে হবে।
৫. ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলেই মিশ্রণটা একটু ঝরঝরে হয়ে যাবে।
মালাই তৈরি
১. কড়াই-এ দুধ বসিয়ে দিতে হবে।
২. এবার গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে মিশে যায়।
৩. দুধটা নাড়িয়ে নাড়িয়ে যে পরিমাণ ছিল তার ২/৩ ভাগ করতে হবে।
৪. ঘন মালাই তৈরি। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখতে হবে।
ব্রেড মালাই রোল তৈরি
১. ব্রেড গুলোর চারপাশের শক্ত অংশটা কেটে বাদ দিতে হবে।
২. এবার একটা বেলুনি দিয়ে ব্রেডগুলো পাতলা করে বেলে নিতে হবে। সাইডগুলো সমান করার জন্য আবার কেটে নিতে হবে।
৩. পুরের জন্য তৈরি করা মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে একটা ব্রেড স্লাইস এর উপর একপাশ করে রাখতে হবে।
৪. এবার রোল-এর মত রোল করে নিতে হবে।
৫. জাল দেওয়া যে দুধটা নিয়েছিলাম সেটা থেকে অল্প করে দুধ নিয়ে রোল এর মুখটা চিপে চিপে বন্ধ করতে হবে।
৬. এইভাবে প্রতিটি ব্রেড রোল তৈরি করে নিতে হবে।
৭. একটি ফ্ল্যাট পাত্রে ব্রেড রোলগুলো পাশাপাশি সাজিয়ে রাখতে হবে (উপরে উপরে রাখলে হবে না)
৮. এবার আগের তৈরি করা মালাইটা উপর থেকে ঢেলে দিতে হবে। (খেয়াল রাখতে হবে মালাই যেন বেশি গরম না থাকে খুব হালকা গরম থাকতে হবে।)
৯. আমন্ডগুলো টুকরো করে কেটে উপরে ছড়িয়ে দিতে হবে।
১০. ১ ঘন্টা রেখে দিলেই তৈরি ব্রেড মালাই রোল। এই ১ঘন্টা ফ্রিজে রেখে দিলে আর ভালো হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ব্রেড মালাই রোল।
- বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- ‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে জড়ালেন নেহা
- এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
- পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
- ছেঁড়া টাকার ৯০% ঠিক থাকলে পুরো দাম পাওয়া যাবে
- বিশ্বের সবচেয়ে বিরল রক্তের গ্রুপ কোনটি?
- ‘আমি অতি সাধারণ একজন মানুষ’
- ফিফা দ্য বেস্টে পিএসজির দাপট, বর্ষসেরা উসমান দেম্বেলে
- হাদি হত্যাচেষ্টার মূল আসামি ফয়সলের মা–বাবা গ্রেপ্তার: র্যাব
- যমজ বোনদের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ
- মুদ্রণ হয়েছে সাড়ে ৮ কোটির বেশি বই
- ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার
- এই ৫ খাবার ফ্রিজে রাখবেন না
- ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ
- ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো
- আজ মহান বিজয় দিবস
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি
- মুদ্রণ হয়েছে সাড়ে ৮ কোটির বেশি বই
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- মির্জা ফখরুলের পক্ষে ভোট চাইলেন তাঁর স্ত্রী-মেয়ে
- ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
- এই ৫ খাবার ফ্রিজে রাখবেন না
- ‘আমি অতি সাধারণ একজন মানুষ’
- মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন ৬ কন্যা









