ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৭:০৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৯

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৯

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮০০ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯ জন। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের দেওয়া হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেল পাঁচ হাজার। সংখ্যা বেড়ে হল ৫১৯৪। তবে তাদের মধ্যে ইতিমধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন।

অন্যদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯।

শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৪ জনের। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ ও গুজরাত। দুই রাজ্যেই মৃত্যু হয়েছে ১৩ জন করে। দিল্লিতে মারা গিয়েছেন ৯ জন। এর পর তামিলনাড়ু, তেলঙ্গানা ও পঞ্জাব, প্রত্যেক রাজ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৫, অন্ধ্রপ্রদেশে ৪।

অন্যদিকে রাজ্যের হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এই প্রথম ভারতের কোনও রাজ্যে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০১৮। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৬৯০। দিল্লিতে আক্রান্ত ৫৭৬ জন। এর পর আক্রান্তের সংখ্যার তালিকায় পর পর রয়েছে তেলঙ্গানা (৩৬৪), কেরল (৩৩৬), রাজস্থান (৩২৮), উত্তরপ্রদেশ (৩২৬), অন্ধ্রপ্রদেশ (৩০৫)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের হিসেবে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮ জন। রাজ্যে মোট আক্রান্ত ৯৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন।