ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৬:৫৪:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

ম্যাচ পরিত্যক্ত, তবুও সেমিতে বাংলাদেশ ‘এ’ নারী দল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপে গ্রুপ পর্বে আজ শুক্রবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ ‘এ’ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের সাথে পয়েন্ট ভাগাভাগি করার পরও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। 

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ১ জয় ও ২টি পরিত্যক্ত ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। একই অবস্থা শ্রীলংকার ‘এ’ নারী দলেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। গ্রুপ রার্নাস-আপ হয়ে সেমিতে খেলবে শ্রীলংকা। 

‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের খেলা শেষে সেমিফাইনালের চূড়ান্ত লাইন-আপ নির্ধারিত হবে। আগামী ২১ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।