ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১:৪২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

যোগ্য ও সৃজনশীলরাই গড়বে স্মার্ট বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে শিক্ষাখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে যোগ্য ও সৃজনশীল মানুষ তৈরি করব। তারাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, টেকসই প্রযুক্তি ব্যবহার করছি, অবকাঠামোগত উন্নয়ন করছি এবং ব্যাপকভাবে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি।

শনিবার (৩ জুন) চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
শিক্ষামন্ত্রী বলেন, বাজেট বরাদ্দ প্রতিবছরই বাড়ছে, এ বছরও গত বছরের তুলনায় অনেক বেড়েছে। একই সঙ্গে আমাদের জিডিপির আকার তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যেসব মেগাপ্রকল চলছে, এগুলো শেষ হলে শিক্ষাই হবে আমাদের অন্যতম মেগাপ্রকল্প।


ডা. দীপু মনি বলেন, এখন আমাদের মূল চ্যালেঞ্জ শিক্ষাখাতে যে বরাদ্দ পাওয়া গেছে, সেটা সঠিকভাবে কাজে লাগানো। গবেষণার জন্যও বরাদ্দ রাখা হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয়গুলো এ বরাদ্দ কাজে লাগিয়ে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে যাবে

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর প্রমুখ।