সাত কলেজের স্নাতক ১ম বর্ষের ক্লাস ২০ সেপ্টেম্বর শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) ১ম বর্ষের ক্লাস ২০ সেপ্টেম্বর শুরু হবে।
বুধবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি চলবে ১৬-২০ সেপ্টেম্বর পর্যন্ত। শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ২০ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের প্রথমধাপ শুরু হয়েছে ২২ আগস্ট। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থও পঞ্চম ধাপের মনোনয়ন তালিকা যথাক্রমে ২৮ আগস্ট, ৪ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর এবং ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। বিষয় মনোনয়ন প্রকাশের পর অনলাইনে অগ্রিম ৩ হাজার টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীকে যেকোনো ধাপের মনোনয়নে একটি বিষয়ের জন্য মনোনীত হওয়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা জমা করতে হবে। টাকা জমার দেওয়ার সময় শিক্ষার্থীকে দু'টি বিকল্পের যেকোনো একটি বেছে নিতে হবে।
বিকল্প দুটি হলো:
১. যদি শিক্ষার্থী মনোনীত কলেজের মনোনীত বিষয়টিতেই চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে বিষয় ‘পরিবর্তনে আগ্রহী নই’ বেছে নিয়ে উল্লিখিত ৩ হাজার টাকা অগ্রিম জমা করবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীর মনোনীত কলেজ ও বিষয় পরবর্তী মনোনয়নের ধাপগুলোতে পরিবর্তন হবে না।
২. যদি শিক্ষার্থী তার পছন্দক্রম অনুযায়ী ক্রমের উপরের দিকের বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরে (অটোমাইগ্রেশন) আগ্রহী হয়, তবে সে ‘বিষয় পরিবর্তনে আগ্রহী’ অপশন বেছে নিয়ে ৩ হাজার টাকা প্রাথমিকভাবে জমা করবে। পরবর্তী ধাপের মনোনয়নগুলোতে তার এই অটোমাইগ্রেশন অপশন চালু থাকবে। তবে পরবর্তী যেকোনো ধাপের মনোনয়নে মনোনীত বিষয়ে বিকল্প ব্যবহার করে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে।
একই সঙ্গে পরিশোধিত টাকা পরে কলেজে ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি-র সঙ্গে সমন্বয় করা হবে।
অপরদিকে যদি কোনো শিক্ষার্থী ফি পরিশোধ না করে, তবে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং মেধাক্রম অনুযায়ী অন্য শিক্ষার্থীকে উক্ত বিষয়ে মনোনয়ন দেওয়া হবে। পরে কোনো পর্যায়ে তার আবেদন আর বিবেচিত হবে না।
কোনো শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন না করলে বা ভর্তি বাতিল করলেও অগ্রিম পরিশোধিত ফি সম্পূর্ণভাবে অফেরৎযোগ্য থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- মাঘেই পালিয়েছে শীত, বাতাসে বসন্তের আগমনী বার্তা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’










