ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৪:২৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে আ.লীগের সভাপতি মমতাজ, সম্পাদক শহিদুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য দেন।

সম্মেলনে প্রধান অতিথি লেফটেনান্ট কর্নেল (অব) ফারুক খান (এমপি) বলেন, সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা আপনারা জানেন। এই মানিকগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। ১০ বছর আগে সিংগাইরের কিছু বাড়িতে বিদ্যুৎ ছিল। আজ প্রতিটি ঘরে বিদ্যুৎ আছে। বর্তমানে বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে সারা বিশ্বেই কিছু সমস্যা হচ্ছে।

সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।