ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৫:০২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

১১ সপ্তাহের লকডাউন শেষে উন্মুক্ত চীনের উহান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের কারণে স্তব্ধ পুরো বিশ্ব। ইউরোপের অধিকাংশ দেশের ব্যস্ত রাজপথ জনশূন্য হয়ে পড়েছে৷ কেনাকাটা, ডাক্তারের কাছে বা কাজ ছাড়া বাসার বাইরে যাবার নিয়ম নেই। অন্যদিকে মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর উন্মুক্ত করে দেয়া হলো!

চীনের হুবেই প্রদেশের উহান শহর ১১ সপ্তাহ লকডাউন থাকার পর আবারো স্বাভাবিক চেহারায় ফিরে এসেছে। শহরটির ১১ মিলিয়ন মানুষ এতদিন এক প্রকার অবরুদ্ধ ছিল।

চীনের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনায় চীনে এ পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যার বেশিরভাগই এই উহান শহরের। এছাড়া এই ক্ষুদ্র জীবাণুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজারের বেশি।

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে চীন। বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম এবং রাজনীতিকরা এ ঘটনায় প্রথম থেকেই চীনের দিকে আঙুল তুলেছেন। তবে চীন প্রথম থেকেই ভাইরাসটির বিরুদ্ধে দৃঢ় মনোবলে বুক চিতিয়ে লড়াই করছে। প্রকৃতপক্ষে চীন শুরু থেকেই যদি পরিস্থিতি কঠোরভাবে সামাল না দিত, তাহলে বিশ্ব পরিস্থতি হয়তো আরো ভয়াবহ হতো।