ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ১৮:১১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যৌন হয়রানি: ঢাবি অধ্যাপক নাদিরকে অব্যাহতি হজ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হজের ফ্লাইট শুরু ৯ মে

করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার

ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।  ফাইল ছিবি

ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। ফাইল ছিবি

করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন  আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহীদুল ইসলাম কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিভিল সার্জন ডা. সাজ্জাদ আজ বিকাল ৫টা ৪০মিনিটে ঢাকার আসগর আলী হাস্পাতালের আইসিইউ-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন।

দেশের কয়েকটি জেলার সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো সিভিল সার্জনের মৃত্যু হলো। ডা. সাজ্জাদ হোসেনকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন মারা গেছেন। সেই সাথে নতুন করে ৩ হাজার ২৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।