ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৯:০২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডায়েট পিল ব্যবহারে মশার কামড় কমে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মশা তাড়াতে অনেক কিছুই করে থাকেন আমরা। ঘরোয়া উপায় থেকে শুরু করে কয়েল, ধোয়া ও স্প্রে কিছুই বাদ যায় না। তবুও কমছে না মশার উপদ্রব। এমনও হয়, দিনের বেলাও মশা আপনাকে রেহায় দিচ্ছে না।

মশার কামড়ই শেষ কথা নয়। কামড় থেকে হতে পারে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস। তাই মশার কামড় থেকে সাবধান।

মশার যন্ত্রণা থেকে বাঁচতে এবার এলো ওজন কমানোর ওষুধ। অর্থাৎ এ ওষুধ দিয়ে তাড়ানো হবে মশা। এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক রকফেলার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

গবেষক দলের দাবি, ডায়েট পিল ব্যবহারে মশার কামড় কমে। বিজ্ঞানীর মনে করছেন, তাদের এ গবেষণা সফল হলে জিকা ও ম্যালেরিয়ার রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

যেভাবে মশার কামড় নিয়ন্ত্রণ করবে ডায়েট পিল

পশ্চিমা বিশ্বে ওজন কমাতে বেশ জনপ্রিয় ডায়েট পিল। এ পিল নাকি কাজ করবে মশা তাড়াতে। এ বিষয়ে এডিস মশার ওপর পরীক্ষা চালানো হয়েছে।

গবেষণায় বলা হয়, সাধারণ স্ত্রী লিঙ্গের মশা মানুষকে বেশি কামড়ায়। এটি মানুষের প্রতি খুব আর্কষণ বোধ করে। কারণ, মানুষের রক্তে বিশেষ প্রোটিন রয়েছে; যা এডিস মশার ডিম উৎপাদনে সাহয্যে করে। ডায়েট পিলের কাজ হচ্ছে মশাকে মানুষের প্রতি আর্কষণ রোধ করা।

বিজ্ঞানীরা বলছেন, মশাকে ডায়েট পিল মেশানো স্যালাইন খাবার হিসেবে দিলে রক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।

যেভাবে পরীক্ষা করা হয় মশা কামড় দিয়ে রক্ত খাওয়ার পর মাত্রা পরিমাপের জন্য শরীরের দুর্গন্ধযুক্ত নাইলনের মোজা ঝুলিয়ে দেয়া হয়।এর প্রতি মশা খুবই আর্কষণ বোধ করে। এছাড়া খাবারের গন্ধ পেয়ে রক্ত খেতে উদগ্রীব হয়ে পড়ে।

গবেষককেরা দাবি করেন, এ ডায়েট পিল দেয়ার ফলে তারা রক্ত খেতে আর্কষণ বোধ করেন না। এ পিল দেয়ার ফলে রক্ত খাওয়ার প্রবণতা কমে। সূত্র : বিবিসি

-জেডসি